১৭ ফেব্রুয়ারী চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ব্যুরোর্র মহা পরিচালক চোও কুও সিং বলেছেন, ২০০৫ সালে ১৯০টি দেশের ১ লাখ ৪০ হাজারাধিক বিদেশী ছাত্র-ছাত্রী চীনে পড়াশুনা করতে এসেছেন। এই সংখ্যা ইতিহাসের সবোর্চ্চ রেকড। তিনি ব্যাখ্যা করে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত গতিতে বিকশিত চীনের শিক্ষা ব্রত অধিক থেকে অধিকতর বিদেশী ছাত্র-ছাত্রীদের আকর্ষণ করছে। তিনি বলেছেন, চীন শিল্প-প্রতিষ্ঠানও সামাজিক সংগঠনগুলোকে চীনে অধ্যয়নরত বিদেশী ছাত্র-ছাত্রীদের বৃত্তিপ্রদানের উত্সাহ দেবে। বিদেশী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা, বসবাস, পড়ার পাশাপাশি চাকরি করতে আরও সুবিধাজনক ব্যবস্থা যুগিয়ে দেওয়ার জন্যে প্রাসঙ্গিক নীতি প্রণয়ন করা হবে।
জানা গেছে, বতর্মানে চীনে ৫ শতাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশী ছাত্র-ছাত্রীদের ভতির্র ব্যবস্থা আছে।
|