|
 |
(GMT+08:00)
2006-02-17 19:54:50
|
জ্যেষ্ঠায়ন মোকাবেলায় চীনের ব্যবস্থা
cri
চীনের পিপলস ডেইলি পত্রিকার বৈদেশিক সংস্করনের একটি খবরে বলা হয়েছে, চীনের ষাটোর্ধ বয়সীদের সংখ্যা ১৪ কোটি ৩০ লাখে পৌঁছেছে। বতর্মানে জ্যেষ্ঠায়ন মোকাবেলার জন্যে চীনের সংশ্লিষ্ট বিভাগ কাযর্কর পদক্ষেপ নিছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি দলিলে বলা হয়েছে, চীনের শহরাঞ্চলে প্রবীণদেরজন্যে মৌলিকবার্ধক্য বীমা, মৌলিক স্বাস্থ্য বীমা আর নূণতম জীবিকার নিষ্চয়তা ব্যবস্থা আরও কাযর্কর হবে। দলিলে আরও বলা হয়েছে যে সব গ্রামাঞ্চলের অবস্থা অপেক্ষাকৃতভাবেভাল সে সব গ্রামাঞ্চলে স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন গ্রামীণ বাধর্ক্য বীমা এবং নূণতম জীবিকার নিশ্চয়তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
|
|
|