১৬ ফেব্রুয়ারী সিনেটের ব্যাংক কমিটিতে সাক্ষ্য দেয়ার সময়ে মার্কিন ফেডারেল রিজার্ভ কমিটির নতুন চেয়ারম্যান বেন আরনানকে বলেছেন, নতুন বাণিজ্য বাধা বাড়ালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি উন্নয়নের ক্ষতি হবে।
চীন রেন মিন পির বিনিময় হার নিয়ন্ত্রণ করেছে বলে একজন সদস্য চীনের বিরুদ্ধে অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কাছে চীনের পণ্যের উপর শাস্তিমূলক উঁচু রপ্তানী কর আদায়ের দাবি জানানোর সময়ে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, বাণিজ্য বাধা বাড়ালে অবাধ আর উন্মুক্ত বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অর্জিত কল্যাণ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা কোনো সমীচিন ধারণা নয়। তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, চীনের আরও নমনীয় মুদ্রা বিনিময় ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি এটাও মনে করেন না যে, চীন যুক্তরাষ্ট্রের পুঁজি অধিকার করার যে সামর্থ্য অর্জন করেছে, তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বিপন্ন করেছে।
|