ইতালির স্থানীয় সময় ১৬ ফেব্রুয়ারী তুরিন শীতকালীন অলিম্পিক্সে ফিগার স্কেটিংয়ে চীনা পুরুষ ক্রীড়াবিদ চাং মিন দশম হয়েছেন, এটা শীতকালীন অলিম্পিক্স ইতিহাসে ফিগার স্কেটিংয়ে চীনা পুরুষ ক্রীড়াবিদদের সর্বশ্রষ্ঠ সাফল্য।
চাং মিনের মোট পয়েন্ট হল ১৯৬.২৭, অন্য চীনা পুরুষ ক্রীড়াবিদ লি চেংচিয়াং ষোড়শ স্থান পেয়েছেন।
রাশিয়ার বিশ্ব বিখ্যাত ক্রীড়াবিদ এভগেনি প্লুশেনকো ২৫৮.৩৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সুইজার্ল্যান্ডের ক্রীড়াবিদ রানার্স-আপ হয়েছেন, ক্যানাডার ক্রীড়াবিদ তৃতীয় হয়েছেন।
|