পিপল্স ডেইলী পত্রিকার একটি খবরে বলা হয়েছে , এ বছরের প্রথম দেড় মাসে চীনের শুল্ক বিভাগ মোট ২২টি মাদক পাচার মামলা নিষ্পত্তি করেছে , এই সংখ্যা ২০০৫ সালের অনুরুপ সময়ের প্রায় দ্বিগুন ।
চীনের রাষ্ট্রীয় শুল্ক অধিদপ্তর সূত্রে প্রকাশ , শুল্ক বিভাগের আটক করা হেরোইন , কেটামাইন ও মাদক তৈরীর রাসায়নিক পদার্থের মোট ওজন ১১৭ কিলোগ্রাম । শুল্কবিভাগের ধারণা , মাদক দ্রব্য প্রধানতঃ যাত্রীর গায়ে অথবা তাদের লাগেজে লুকানো ছিল । কেটামাইনের আরেক নাম কে পাওদা । বর্তমানে কে পাওদা পাচারের ঘটনা বৃদ্ধির প্রবনতা পরিলক্ষিত হচ্ছে ।
|