v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-17 15:48:05    
চীনা নারী বিখ্যাত ব্র্যান্ড শৌখিন দ্রব্য পছন্দ করেন

cri
    সুন্দরী মিস ছেন ছিয়েনছিয়েন দক্ষিণ পূর্ব চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরের এক কোম্পানিতে কাজ করেন । তিনি প্রত্যেক সপ্তাহান্তে বিখ্যাত মার্কার দোকানে ঘুরে বেড়াতে পছন্দ করেন । তিনি বলেছেন, আমি বিখ্যাত ব্র্যান্ডের দোকানে ঘুরে বেড়াতে পছন্দ করি । যেমন আমি বেলি ব্র্যান্ডের ব্যাগ আর চ্যানেল ব্র্যান্ডের সেন্ট পছন্দ করি । প্রসাধন সম্পর্কে বলতে গেলে আমি ল্যানকোমে ব্র্যান্ড পছন্দ করি । এগুলো অত্যন্ত দামী হলেও আমার মতে তার মূল্য উপযুক্ত ।

    মিস ছেন ছিয়েনছিয়েনের মতো এখন চীনে অধিক থেকে অধিকতর তরুনীরা নানা ধরণের দামী দামী বিখ্যাত মার্কার জিনিস কিনতে আগ্রহী । রাস্তায় রাস্তায় আপনি দেখতে পাবেন হাতে বিখ্যাত ব্র্যান্ডের ব্যাগ নেয়া আর বিখ্যাত সুইস হাতঘড়ি পরা মেয়ে । পেইচিং , সাংহাই প্রভৃতি বড়বড় শহরের বড় দোকানে গেলে আপনি উপলব্ধি করবেন যে , গুচ্ছি , আমানি, চ্যানেল, ল্যানকোমে প্রভৃতি বিখ্যাত ব্র্যান্ডের শৌখিন দ্রব্য বিক্রয়ের টেবিলের সামনে তরুনীরাই হলেন এই সব বিখ্যাত মার্কার প্রধান ক্রেতা । ল্যানকোমে ব্র্যান্ডের প্রসাধনের কথা ধরা যাক, চীনের মূলভূভাগে ২৫-৩৪ বছর বয়সী নারীরা প্রসাধনীটির প্রধান ক্রেতা । চারটি আন্তর্জাতিক প্রধান হিসাব রক্ষক কোম্পানির অন্যতম ইয়ুংআন কোম্পানির সাম্প্রতিকতম রিপোর্ট থেকে প্রমাণিত হয়েছে যে , তরুনীদের প্রধান করে গঠিত চীনা ক্রেতারা ২০০৪ সালে বিশ্বের ১২ শতাংশ শৌখিন পন্যদ্রব্য কিনেছেন ।

    নিম্নে দেয়া উদাহরণ থেকে শৌখিন দ্রব্য সম্পর্কে তরুনীদের আগ্রহ জানা যায় যে , ২০০৫ সালের মাঝামাঝি সময়ে পেইচিংয়ে দক্ষিণ কোরিয়ার স্যামসং কোম্পানির ৮৮৮৮ রেনমিনপি মূল্যের হীরা খচিত এমপি-৩ ৮৮টি বিক্রি হয়েছে । এর মূল্য সাধারণ এমপি-৩র চেয়ে কয়েকডজন বেশী । এধরণের এম-পি-৩ পেইচিংয়ের একটি হাইগ্রেড দোকানে উঠার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৪টা বিক্রি হয়। জানা গেছে ,পেইচিংয়ের বাইরের এক ভদ্রলোক একটা কিনেছেন , বাকি তিনটা নারী ক্রেতা কিনেছেন।

    কেন বিখ্যাত ব্র্যান্ডের শৌখিন জিনিস তরুনী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে?এ সম্পর্কে বিখ্যাত মার্কার ভক্ত মাদাম উছিন বলেছেন, বিখ্যাত মার্কার জিনিসের গুণমান ভাল এবং তার বিক্রয়োত্তর পরিসেবাও ভাল । সাধারণত বিখ্যাত মার্কার দোকানের পরিবেশ ভাল, সেখানে হৈচৈ নেই । দামী হলেও এর মূল্য উপযুক্ত ।

    বিখ্যাত ব্র্যান্ডের ব্যাগ, সেন্ট, হাতঘড়ি বা পোশাকের দাম সাধারণত কয়েকশ বা এক হাজার এমন কি কয়েকডজন হাজার রেনমিনপি হতে পারে । অনেক তরুনী বন্ধুরা মাদাম উর মতো কোনো মার্কার জিনিস বা তার পরিসেবা পছন্দ করলে যত দামই হোক না কেন , তা কিনবেনই ।

    বিখ্যাত মার্কা সম্পর্কে চীনের তরুনীদের আগ্রহ আন্তর্জাতিক বিখ্যাত মার্কার জিনিসের জন্যে বিরাট সুযোগ সৃষ্টি করেছে । এই জন্যে অনেক বিদেশী কোম্পানি চীনের বাজারে তাদের ব্যবসা সম্প্রসারণ করার চেষ্টা করছে । বিখ্যাত ব্র্যান্ডের জিনিসের দাম অত্যন্ত বেশী । বিখ্যাত ব্র্যান্ডের ঘড়ির কথাই ধরা যাক । সিতান বাজারে বেশ কয়েকটি ঘড়ি যেমন ওমেগা , লঙ্গিনিস , টিসোত ভালই বিক্রি হচ্ছে । এ সম্পর্কে বিক্রয় বিভাগের ম্যানেজার মিঃ চৌ বলেছেন, এখন নানা বিখ্যাত মার্কার হাত ঘড়ির বিক্রয় খুব ভাল । যেমন ওমেগা , কয়েক বছর আগে এর মাসিক বিক্রীজনিত আয় মাত্র দু-লক্ষ রেনমিনপি । কিন্তু এখন এর মাসিক বিক্রীজনিত আয় কমপক্ষে দশ লক্ষ রেনমিনপি । স্বর্ণের ওমেগা হাত ঘড়ির দাম লক্ষাধিক রেনমিনপি হলেও বিক্রি হয় ।

    মিঃ চৌ বলেছেন, এখন বেশ কয়েকটি ঘড়ি-ব্যবসায়ী সিতান বাজারে প্রবেশ করার জন্যে যোগাযোগ করেছেন । রোলেক্স গত ডিসেম্বর মাসের শেষ দিকে সিতান বাজারে স্থান পেয়েছে । চলতি বছরের প্রথমার্ধে রোলেক্সের চেয়ে দামী তিন-চারটি বিখ্যাত ঘড়ি সিতান বাজারে প্রবেশ করবে।

    নারীদের ব্যবহার্যপন্যদ্রব্যের মধ্যে উচ্চ গুণমানের প্রসাধনের মুনাফা বেশী । বিখ্যাত প্রসাধন ল্যানকোমের নেতৃস্থানীয় কোম্পানি ওলেই গ্রুপের চীনা কোম্পানির মাদাম ইয়াং জানিয়েছেন,চীনে যে ল্যানকোমে বিক্রি হয় তা বিশ্বে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে । চীনে ৬০টিরও বেশী দোকানে ল্যানকোমে প্রসাধনী বিক্রি হয় । চীনের ১০টি বড় দোকানে যে প্রসাধনী সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে তার মধ্যে ল্যানকোমের বিক্রয়ের পরিমান সবচেয়ে বেশি। ওলেই গ্রুপ চীনে তার বাজার সম্প্রসারিত করছে ।

    সমাজবিদরা বিশ্লেষণ করেন যে ,চীনের আর্থ-সমাজের বিকাশ তরুণীদের শৌখিন পন্যদ্রব্যের প্রতি আগ্রহের বিশেষ কারণ । কিন্তু শৌখিন পন্যদ্রব্য সম্পর্কে তরুণীদের অতিরিক্ত আগ্রহে সমাজবিদরা সতর্ক হন । চীনা গণ বিশ্ববিদ্যালয়ের আইন ও সমাজ গবেষণাগারের প্রধান প্রফেসর চৌ সিয়াওচেন উল্লেখ করেছেন, উচ্চমানের ভোগ্য পণ্যদ্রব্য যেমন তাদের মনস্তাত্ত্বিক প্রয়োজন তেমনি তাদের আত্মিক প্রয়োজন মেটাতে পেরেছে ।

    প্রফেসর চৌ মনে করেন যে, চীনের শৌখিন দ্রব্যের বাজার এখনো প্রাথমিক পর্যায়েরয়েছে । ক্রেতারা যে সবচেয়ে নতুন ও আধুনিক পন্যদ্রব্য পেতে আগ্রহী তা সমাজের বিকাশের অনিবার্যপ্রক্রিয়া । বিশ্বাস করা যায় যে, অর্থনীতির উন্নয়ন ও সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে চীনাদের পণ্যভোগের মনোভঙ্গী দিনদিন পরিপক্ক হবে ।