১৬ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ইরানের প্রতি গুপ্তভাবে পরমাণু অস্ত্র উন্নয়ন করার অভিযোগ করেছে এবং ইরানের প্রতি অবিলম্বে যাবতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সম্পর্কিত তত্পরতা বন্ধ করার দাবিও জানিয়েছে ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস সিনেটের বাজেট কমিশনে প্রত্যয়ন করার সময় বলেছেন , ইরান সরকার শুধু পরমাণু অস্ত্র উন্নয়নের অপপ্রয়াস চালাচ্ছে নয় , বরং বিশ্বে সন্ত্রাসবাদীদের সমর্থন করে । তিনি বলেছেন , ইরান সমস্যা হল যুক্তরাষ্ট্রের সম্মুখীন বৃহত্তম চেল্যাঞ্জের অন্যতম ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী ফিলিপি ডুস্ট ব্লাজী একইদিন ফ্রান্সের নং ২ টি ভি স্টেশনের কাছে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন , কোনো ধরনের বেসামরিক পরমাণু গবেষণা প্রকল্পের অজুহাতেই ইরানের চালানো বর্তমান পরমাণু গবেষণার ব্যাখ্যা করা সম্ভব নয় । ইরান এখন গোপনে সামরিক পরমাণু গবেষণা করছে । তিনি জোর দিয়ে বলেছেন , এখন নিরাপত্তা পরিষদ কিছু সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে ।
জার্মানীর প্রধানমন্ত্রী এ্যাজিলা ম্যার্কেল জার্মানীর নং ২ টি ভি স্টেশনে তাঁর ভাষণে বলেছেন , কূটনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যা সমাধান করতে হবে।
একইদিন , রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত গোলিয়ামরিজা আন্সারী বলেছেন , ইরান আশা করে , ইরানের পরমাণু সমস্যার এনে দেয়া সংকটের সমাধানে রাশিয়া সাহায্য দেবে।
|