কিউবার জাতীয় গণ ক্ষমতা সম্মেলনের চেয়ারম্যান রিকার্দো আলার্কোন ১৬ ফেব্রুয়ারি সফররত ইরানের ইসলাম সংসদের স্পীকার হাদেদ আদলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, কিউবা ইরানের বিরুদ্ধে হুমকি ও ষড়যন্ত্রের বিরোধিতা করে।
আলার্কোন বলেছেন, কিউবা ইরানী জনগণের বিরোধী হুমকি ও চক্রান্তের দৃঢ় বিরোধিতা করে। বিশ্বে এক রকম শক্তিসম্পদের ওপর কোনো দেশেরই এক চেটিয়া নিয়ন্ত্রণের অধিকার নেই। এবং অন্য দেশের জনগণকে পরমানু শক্তি ব্যবহার করতে বাধা দেয়াও ঠিক নয়। কিউবা ইরানী জনগণকে নিজের পরমাণু শক্তি ব্যবহারের অধিকার সুরক্ষায় সমর্থন করে।
|