 ১৬ ফেব্রুয়ারী পাকিস্তানে চীনা দূতাবাসের কর্মকর্তা বলেছেন , নিহত তিন জন চীনা প্রকৌশলীর মৃতদেহ ১৭ ফেব্রুয়ারী পাকিস্তানের বিমানবাহিনীর বিমানে চীনে পাঠানোর কথা ।
জানা গেছে , পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাজাদ ওয়াসিম প্রমুখ পাকিস্তানী কর্মকর্তারা একই বিমানে চীনে যাবেন ।
অন্য খবরে জানা গেছে , ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় চীন সরকারের পাঠানো কর্মগ্রুপ পাকিস্তানে এই ঘটনার নিষ্পত্তির যাবতীয় ব্যবস্থা নিতে গিয়েছে । তা ছাড়া , নিহত প্রকৌশলীর জন্মভূমিও এই দুর্ঘটনার নিষ্পত্তির ব্যবস্থা নিচ্ছে ।
|