বিশ্বের বিভিন্ন দেশের বিষাক্ত গ্যাস নি:সরণ বিষয়ক 'কিওটোপ্রটোকল আনুষ্ঠানিকভাবে বলবত হওয়ার প্রথম বার্ষিকী জাতি সংঘে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারী জাতি সংঘ আবহাওয়ার পরিবর্তন বিষয়ক সচিবালয়ের একজন কমর্কতা বলেছেন, এই প্রটোকলে নিধার্রিত ২০১০ সালে বিষাক্ত গ্যাস নি:সরণের মানদন্ড বাস্তবায়নের জন্যে শিল্পোন্ন দেশগুলোর আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।
জাতি সংঘের পরিসংখ্যাণ অনুযায়ী, শিল্পোন্নত দেশগুলোর বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ১৯৯০ সালের ১৮.৪ বিলিয়ন টন থেকে ২০০৩ সালে ১৭.৩ টনে কমেছে। কিন্তু তা সত্ত্বেও জাতি সংঘ হুঁশিয়ারী দিয়ে বলেছে, যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কার্বন ডাই-অক্সাইড নি:সরণের পরিমাণ আবার বাড়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা মনে করেন, বিশ্বব্যাপী উষ্ণায়নের দরুণ খরা আর বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুযোর্গের সৃষ্টি হবে।
|