|
 |
(GMT+08:00)
2006-02-16 20:22:03
|
চীন-মার্কিন স্থিতিশীল আর্থ-বাণিজ্যিক সর্ম্পক দু'পক্ষের জন্যে কল্যাণকর
cri
১৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন, চীন-মার্কিন স্থিতিশীল আর্থ-বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করা দু'পক্ষের স্বার্থের জন্যে হিতকর। তিনি বলেছেন, চীন সবর্দাই যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সহযোগিতার সর্ম্পক বিকশিত করাকে গুরুত্ব দিয়ে এসেছে। চীন সরকার মনে করে দু'দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের সহযোগিতা অবিরাম প্রসারিত করা দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন মনে করে, দু'দেশের আর্থ-বাণিজ্যিক আদান-প্রদানে কিছু সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। সমতাভিত্তিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত।
|
|
|