বার্ড ফ্লুর প্রকোপের পরিস্থিতি পযর্বেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সদস্য দেশগুলোকে সাহায্য দেওয়া এবং অ-ইইউ দেশগুলোর কাছে প্রক্রিয়া-বাহিভূর্ত পালকের আমদানি নিষিদ্ধ করার উদ্দেশ্যে ১৫ ফেব্রুয়ারী ইইউর খাদ্যচেইন আর প্রাণীর স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি বার্ড ফ্লু নিবারন ও নিয়ন্ত্রণের দুটো নতুন কর্মসূচী অনুমোদন দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মসূচী অনুযায়ী, বিভিন্ন দেশগুলোকে দেশের বার্ড ফ্লু পযর্বেক্ষণ আর নিয়ন্ত্রণের পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের সহায়তা দেওয়া এবং ইইউর আয়ত্তেযথোচিত সময়ে বার্ড ফ্লুর প্রকোপচিহ্নিত করার চিশ্চয়তা দেয়ার জন্যে চলতি মাসের ১ তারিখ থেকে চলতি বছরের শেষ দিক পযর্ন্ত ইইউ পরিষদ ইইউর সদস্য দেশগুলোকে প্রায় ২০ লাখ ইউরোর আর্থিক সাহায্য দেবে।
একই দিন ইইউ কমিশন স্বীকার করেছে, জার্মানী, অষ্ট্রিয়া আর হাংগেরিতে বার্ড ফ্লুর প্রকোপ আর সন্দেহভাজন রোগী দেখা দিয়েছে।
|