জর্জিয়ার সংসদে ১৫ ফেব্রুয়ারী গৃহীত একটি প্রস্তাবে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর উদ্দেশ্যে জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়া স্বায়ত্তশাসিত জেলা থেকে সরে যাওয়ার দাবি জানানো হয়েছে।
এই প্রস্তাবে জর্জিয়া মনে করে, জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়া স্বায়ত্তশাসিত জেলায় রাশিয়ার শান্তি রক্ষী বাহিনী আঞ্চলিক পরিস্থিতির জন্যে নেতিবাচক ভূমিকা পালন করেছে। সঙ্গে সঙ্গে জর্জিয়া অভিযোগ করেছে, রাশিয়া এই অঞ্চল অধিকার করার অপচেষ্টা চালাচ্ছে। জর্জিয়ার সংসদ সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা চালানোর ক্ষমতা দিয়েছে। সঙ্গে সঙ্গে জর্জিয়ার সংসদ দক্ষিণ ওসেটিয়ার সংঘর্ষপীড়িত অঞ্চলে রুশ শান্তি রক্ষী বাহিনীর পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে চায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর একটি বিবৃতিতে জর্জিয়ার সংসদের এই প্রস্তাবের নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জর্জিয়ার সংসদের এই পদক্ষেপ সংঘর্ষপীড়িত অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। বিবৃতিতে আবার ঘোষণা করা হয়েছে, রাশিয়া আন্তর্জাতিক কর্তব্য ও এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা সুরক্ষায় নিজ দায়িত্ব অনুসারে সংশ্লিষ্ট পদক্ষেপ নেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরোভ বলেছেন, দক্ষিণ ওসেটিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলেরুশ শান্তি রক্ষীবাহিনীর মোতায়েন সম্পর্কিত চুক্তি রাশিয়া, জর্জিয়া, রাশিয়ার উত্তর ওসেটিয়া প্রজাতন্ত্র এবং জর্জিয়ার দক্ষিণ ওসেটিয়া স্বায়ত্তশাসিত জেলা এ চার পক্ষের মধ্যে মিলিতভাবে স্বাক্ষরিত হয়েছে। তাই এই চুক্তির কোনো সংশোধন চার পক্ষের যৌথ অংশগ্রহণে চালাতে হবে। চুক্তির একপক্ষীয় সংশোধন অকার্যকর।
|