চীনের বিজ্ঞান একাডেমীর একটি গবেষনা সংস্থার একটি রিপোর্টে এ বছর চীনের অর্থনীতির প্রবৃদ্ধি ৯.৫ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে ।
এই রিপোর্টে বলা হয়েছে , উপাত্তগুলো থেকে জানা গেছে , চীনের অর্থনীতি এক নতুন স্ফীতির পর্যায়ে প্রবেশ করেছে । এ বছর চীনের অর্থনীতি স্থিরগতিতে বৃদ্ধি পাবে , দ্রব্যমূল্যের বৃদ্ধি বেশী হবে না ।
একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছর চীনের জাতীয় উত্পাদন মূল্য দাঁড়িয়েছিল ১৮ ট্রিলিয়ন ইউয়ান , এটা ২০০৪ সালের চেয়ে ৯.৯ শতাংশ বেশি।
|