ইউরোপীয় সংসদের বৈদেশিক সম্পর্ক, নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি বিষয়ক কমিটির একজন মুখপাত্র ১৫ ফেব্রুয়ারী ঘোষণা করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোট্টাকি ২০ ফেব্রুয়ারী রাতে এই কমিটির সঙ্গে বৈঠক করবেন। তারা ইরানের পরমাণু সমস্যাসহ বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবে।
এই মুখপাত্র বলেছেন, ইরান প্রথমবারের মতো এবারকার বৈঠক আয়োজনের প্রস্তাব দাখিল করে। এতে ইউরোপের সঙ্গে ইরানের সংলাপ পুনরুদ্ধারের ইচ্ছা প্রতিফলিত হয়েছে।
একইদিন ইউরোপীয় সংসদের পূর্ণাঙ্গ সম্মেলনে ফ্রান্সের স্ট্রাস্বোর্গে গৃহীত একটি প্রস্তাবে ইরানের পরমাণু সমস্যা নিষ্পত্তির জন্যে জাতি সংঘ নিরাপত্তা পরিষদে দেয়ার আহবান জানানো হয়েছে।
একইদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং সফররত ফ্রান্সের প্রধানমন্ত্রী দোমিনিক দে ভিল্লেপান মস্কোয় একটি যৌথ বিবৃতিতে ইরানের কাছে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সঙ্গে জড়িত সমস্ত তত্পরতা বন্ধ করার আহবান জানিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ ভিয়েনায় আবার ঘোষণা করেছেন, আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা যে ইরানের পরমাণু সমস্যা নিয়ে নিরাপত্তা পরিষদের কাছে রির্পোট দেবার সিদ্ধান্ত নিচ্ছে, রাশিয়া তা সমর্থন করে। কিন্তু ইরানের উপর শাস্তি দেওয়ার প্রতিবাদ করে।
এর সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস বলেছেন, বুশ ইরানের ওপর সার্বিক শাস্তি আরোপের বিষয় বিবেচনা করছেন।
|