**হাইটিতে মর্মান্তিক জাহাজডুবি
১৯৯৩ সালের ১৭ই ফেব্রুয়ারী ভোরবেলায় হাইটির " নাপটুল" যাত্রীবাহী জাহাজ রাজধানী পোর্ট আও প্রিন্স থেকে পশ্চিমাংশের শহর রেমি যাওয়ার পথে ডুবে যায়।দুর্ঘটনায় এক হাজারেরও বেশী লোক মারা যায় এবং নিখোঁজ হয়।এটা ছিলো পৃথিবীতে সংঘটিত সবচেয়ে শোচনীয় সামুদ্রিক দুর্ঘটনা।
**নুরহাছি চিন রাজবংশ স্থাপন করেন
মিং রাজত্বকালের শেষভাগে জমি একত্র করার প্রবণতা ক্রমশই অসহ্য হয়ে ওঠে । রাজপরিবার ও নবাবদের খামার ছড়িয়ে ছিল সারাদেশে ।রাজস্ব দিন দিন বৃদ্ধি পাওয়ায় সামাজিক দ্বন্দ্বও ক্রমশই তীব্র হয় ।কিছু সংখ্যক রাজকর্মচারী ও পন্ডিত সামাজিক দ্বন্দ্ব প্রশমিত করার আশায় খোজা ও অভিজাত সম্প্রদায়ের বিশেষ অধিকার খর্ব করার দাবি জানান। তাঁরা বিভিন্ন স্থানে বক্তৃতা দেয়ার সময়ে সমসাময়িক রাজনীতির কঠোর সমালোচনা করেন । তাঁরা তংলিন দলের সদস্য বলে পরিচিত । কিন্তু তাঁরা ক্ষমতাশালি খোজাদের দ্বারা নিপীড়িত হন , ফলে সমাজ আরো অস্থিতিশীল হয়ে ওঠে ।
গ্রামাঞ্চলের সংগ্রামও ক্রমে ক্রমে তীব্র আকার ধারন করে ।১৬২৭ সালে সানসি প্রদেশে দুর্ভিক্ষ দেখা দেয় । রাজকর্মচারী যে রীতিমত রাজস্ব সংগ্রহ করেন তাতে অতিষ্ঠিত হয়ে কৃষকরা বিদ্রোহের পথ ধরতে বাধ্য হন ।নানা স্থানে লক্ষ লক্ষ অনাহারী নিয়ে কৃষকদের বিদ্রোহী বাহিনী গঠিত হয় ।১৬৪৪সালে কৃষকদের বিদ্রোহী বাহিনী রাজধানী পেইচিং দখল করে । সম্রাট ছংচেন বাধ্য হয়ে আত্মহত্যা করেন ।
১৫৮২ সাল থেকে ১৫৮৮ সাল পর্যন্ত নুরহাছি প্রাথমিকভাবে চিয়ানচৌর বিভিন্ন উপজাতি এবং তারপর সুংহুয়া নদীর আববাহিকা অঞ্চলের হাইসি ইত্যাদি উপজাতি ও ছাংবাই পাহাড়ের উত্তর-পূর্বাঞ্চলের তোংহাই ইত্যাদি উপজাতি একীভূত করেন। ১৬১৬ সালের ১৭ ফেব্রুয়ারি নুরহাছি নিজেকে চিন রাজবংশের রাজা ঘোষণা করেন । রাজধানি হলো হেথুআলা, ইতিহাসে তা হৌচিন রাজবংশ বলা যায়।
** কিস্সিনকেরের মাও সেতুংয়ের সাক্ষাত্
১৯৭৩ সালের ১৭ ফেব্রুয়ারি মাও সেতুং পেইচিংয়ের চুং নানহাইয়ে মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়কে সহকারী হেনরি আলফরেড কিস্সিনগেরের সঙ্গে সাক্ষাত্ করেন। দুপক্ষ অবাধ পরিবেশে ব্যাপক আলোচনা করেন।
** বাস্কেটবলের " উড়ন্ত ব্যক্তি" ---জোর্ডানের জন্ম
১৯৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুক্লিন কৃষ্ণাংগ এলাকায় জোর্ডানের জন্ম হয়। ছোটবেলা থেকে তিনি বাস্কেটবল, বেসবল, রাগবি ইত্যাদি খেলা পছন্দ করেন। তাঁর উচ্চতা ১.৯৮ মিটার।
১৯৮০ সালে তিনি " এন বি এ" প্রতিযোগিতায় যোগদান করেন। ১৯৮৪ সালে তিনি শিকাগো ষাঁড় দলে যোগ দেন। ১৯৮৫ সালে তিনি " এন বি এ"-র শ্রেষ্ঠ তরুণ খেলোয়াড় নির্বাচিত হন। ১৯৮৪ , ১৯৯২ সালে তিনি মার্কিন বাস্কেটবলদলের প্রতিনিধি হিসেবে লোস এনজেলেস, বার্সেলোনা অলিম্পিক বাস্কেটবলের স্বর্ণ পদক অর্জন করেন।
তাঁর নেতৃত্বাধীন মার্কিন ষাঁড় দল মোট ছয়বার " এন বি এ"-র চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
** মার্কিন বিখ্যাত নৃতাত্ত্বিক মোর্গানের মৃত্যু
১৮৮১ সালের ১৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত সামাজিক বিজ্ঞানীর অন্যতম, মহান নৃতাত্ত্বিক মোর্গান মারা যান। তাঁর " প্রাচীন সমাজ" নামক গ্রন্হ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এখনও একটি গুরুত্বপূর্ণ বই হিসেবে তার উপর বিভিন্ন দেশের ইতিহাসবিদরা গুরুত্ব দেন ।
|