বর্ষা দাঁড়ায়ে দুয়ার সম্মুখে,
গাহি বর্ষার গান,
বর্ষা রয়েছে দুঃখ সুখে
রাখিও বর্ষার মান ।
বর্ষা শুধুই জল নয়
ভাবিওনা শুধু জল,
বর্ষার সাথে পরিচয়
গভীর নদীর তল ।
বর্ষা আসিলে মনে জাগে সুখ ।
বর্ষায় নাচে প্রাণ,
বর্ষায় হারায় দুখ
গাহি বর্ষার গান ।
বর্ষা আসিলে প্রকৃতি সাজে
পল্লবে পল্লবিত,
বর্ষা জাগায় হ্নদয় মাঝে
নব পুস্প সজ্জিত ।
বর্ষাকে কেউ ভাবিওনা ভুল
বর্ষা দুঃখ দেয়,
বর্ষা ফেটায় নতুন ফুল
দুঃখ হরিয়া নেয় ।
বর্ষা জাগায় প্রানের মাঝে
হ্নদয়ের নব স্পন্দন,
বর্ষা সাজায় নতুন সাজে
মুছে দিয়ে সব ক্রন্দন ।
বর্ষা শুধু বর্ষা ছড়ায়
আজ বর্ষারই জয়,
বর্ষা মানেই নব আনন্দ
থাকিবেনা কোন ভয় ।
----বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রী শনত্ কুমার সাহা
|