২০তম শীত্কালীণ অলিম্পিক গেমস ১০ ফেব্রুয়ারী ইতালির তুরিন শহরে শুরু হয়। ৮৪টি দেশ আর অঞ্চলের ২৫০০জনেও বেশী ক্রীড়াবিদ এবারকার গেমসে অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা ৯টি বড় ইভেন্টে ৮৫টি স্বর্ণপদক নিয়ে তীব্র প্রতিদ্বনদ্বিতা চালাবেন। ১২ ফেব্রুয়ারী পুরুষ ১৫০০ মিটার শট ট্রাক স্কেটিংপ্রতিযোগিতায় চীনের লি চিয়া ছুইন ব্রোন্জপদক অর্জন করেছেন। ১৪ ফেব্রুয়ারী দ্বৈত ফিগার স্কেটিংয়ের ফাইনাল প্রতিযোগিতায় চীনের জাং তান আর জাং হাও রৌপ্যপদক অর্জন করেছেন। শীত্কালীণ অলিম্পিক্সের ইতিহাসে এটা হল চীনা ক্রীড়াবিদদের অর্জিত সবচেয়ে ভাল রেকড। চীনের শেনশিয়ে আর চাও হোং বো ব্রোন্জপদক অর্জন করেছেন।
১২ ফেব্রুয়ারী একটি হুয়ামিংআপ প্রতিযোগিতায় চীনের জাতীয় ফুটবল দল ০:১ গোলে হংডুলাসের কাছে হেরেছে। ২০০৮ সালের এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার জন্যে এই খেলা আয়োজন করা হয়।
১০ ফেব্রুয়ারী মিসরের রাজধানী কায়রোতে ২০০৬ সালের আফ্রিকা কার্প ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা আয়োজিত হয়েছে। স্বাগতিক দেশ মিসর দল ১২০ মিনিটের মধ্যে কোটেদিভার সঙ্গে ড্রু হয়েছে। অবশেষে পেনালটি কিকে মিসর দল ৪: ২ গোলে কোটেদিভা দলকে পরাজিত করেছে।মোট ১৬টি দল এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
সম্প্রতি পেইচিং শহর ঘোষণা করেছে, ২০০৮ সালের অলিম্পিক গেমসে আয়োজনের আগে পেইচিংএর রেল পরিবহণ লাইন বতর্মানের চারটি থেকে সাতটিতে বাড়বে। চলাচলের দৈর্ঘ্য বর্তমানের ১১৪ কিলোমিটার থেকে প্রায় ২ শো কিলোমিটানে বাড়বে।
এতক্ষণ খেলার খবর শুনলেন। এখন চীনের নারী তাইকোন্দো ক্রীড়াবিদ ছেনচুং সম্বন্ধে কিছু বলবো।
|