|
 |
(GMT+08:00)
2006-02-15 20:48:36
|
ইসরাইলী বন্দীশালা থেকে মুক্তি পেলেন হামাস সংসদ
cri
১৫ ফেব্রুয়ারী ইজরাইলের সৈন্যবাহিনী তার আটককৃত হামাসের নবনির্বাচিত ফিলিস্তিনীবিধান পরিষদ সদস্যকে মুক্তি দিয়েছে।তার নাম আহমেদ হাজ আলি। তিনি হামাসের একজন উচ্চ পদস্থ নেতা। গত মাসে ফিলিস্তিনের বিধান পরিষদ নিবার্চনে তিনি ফিলিস্তিনেরপরিষদ সদস্য নিবার্চিত হয়েছেন। মুক্তি পাওয়ার পর তিনি বলেছেন, বিধান পরিষদের একজন সদস্য হিসেবে তিনি ইজরাইলী বন্দীশালা থেকে ফিলিস্তিনীদের মুক্তি অজর্নেরকাজে আত্মনিয়োগ করবেন। জানা গেছে, এখন পযর্ন্ত ইজরাইলের সৈন্যবাহিনী আট থেকে নয় হাজার ফিলিস্তিণীকে আটকে রেখেছে যাদের মধ্যে ১৪জন ফিলিস্তিনের বিধান পরিষদ সদস্য।
|
|
|