|
 |
(GMT+08:00)
2006-02-15 20:31:50
|
শট ট্রাক স্কেটিংয়ে ব্রোন্জপদকপেলো চীনা নারী
cri
পেইচিং সময় ১৫ ফেব্রুয়ারী ভোরবেলায় সমাপ্ত তুরিন শীত্কালীণ অলিম্পিক্সের মেয়েদের ৫০০ মিটার শট ট্রাক স্কেটিং প্রতিযোগিতায় চীনের ওয়াং মান লি রৌপ্যপদক অর্জন করেছেন। তাঁর রেকড হল ৭৬.৭৮ সেকেন্ট। এটা হল এবারকার শীত্কালীণ অলিম্পিক গেমসে তাঁর প্রথম পদক এবং চীনা প্রতিনিধি দলের দ্বিতীয় পদক। রাশিয়ার ক্রীড়াবিদ জুরোভা এই ইভেন্টের স্বর্ণপদক অর্জন করেছেন। আরেক জন চীনা ক্রীড়াবিদ রেনহুয়ে ব্রোন্জপদক অর্জন করেছেন।
৩৩ বছর বয়স্ক ওয়াং মান লি ১৬বার বিশ্ব কার্প ৫০০ মিটার নারী শট ট্রাক স্কেটিং প্রতিযোগিতার শীরোপা অর্জন করেছেন।
|
|
|