|
|
(GMT+08:00)
2006-02-15 20:28:38
|
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীন অভিন্ন সমৃদ্ধির নীতিতে অবিচল থাকবে
cri
১৫ ফেব্রুয়ারী পেইচিংএ সফররত মায়ানমারের প্রধান মন্ত্রী উইনের সঙ্গে সাক্ষাত করার সময় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, নতুন পরিস্থিতিতে চীন 'প্রতিবেশীর প্রতি সদিচ্ছ ও বন্ধুত্বের' পররাষ্ট্র নীতি এবং 'প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, শান্তি, অভিন্ন সমৃদ্ধির' পররাষ্ট্র নীতিতে অবিচল থাকতে চায়। তিনি বলেছেন, নতুন শতাব্দীতে প্রবেশ করার পর চীন-মায়ানমার সম্পর্কে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। চীন অব্যাহতভাবে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাস্তব সহযোগিতা জোরদার করবে এবং দু'দেশের সুপ্রতিবেশীসুলভ সহযোগিতার সম্র্পককে আরও উচু পযার্য়ে এগিয়ে নিয়ে যাবে। মায়ানমারের প্রধান মন্ত্রী উইন বলেছেন, চীন মায়ানমারকে যে সমর্থন আর সাহায্য যুগিয়ে দিয়েছে তার জন্যে মায়ানমারের সরকার আর জনগণ ধন্যবাদ জানায়। মায়নমার চীনের আন্তরিক বন্ধু হতে চায়। মায়নমার চীনের উন্নয়নের সফল অভিজ্ঞতাথেকে শিক্ষা গ্রহণ , দু'দেশের সহযোগিতা জোরদার এবং চীনের সঙ্গে মিলিতভাবে এই অঞ্চলের শান্তি আর নিরাপত্তা রক্ষা করতে ইচ্ছুক।
|
|
|