১৪ ফেব্রুয়ারী জার্মানী , অষ্ট্রিয়া ও ইরান মৃত রাজহাঁসের মধ্যে এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর ভাইরাস আবিষ্কারেরকথা ঘোষনা করেছে ।
জার্মানীর কৃষি মন্ত্রণালয়ের একজন মুখপাত্রী ১৪ ফেব্রুয়ারী বার্লিনে ঘোষণা করেছেন , জার্মানী প্রথমবার এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর ভাইরাসবাহী সন্দেহভাজন রাজহাঁস আবিষ্কার করেছে , এই মৃত বুনো রাজহাঁস জার্মানীর উত্তরাংশের বাল্টিক সাগরের রুগেন দ্বীপে পাওয়া গেছে ।
অষ্ট্রিয়ার স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা ১৪ ফেব্রয়ারী ঘোষনা করেছেন , তারা অষ্ট্রিয়ার দক্ষিণাংশের স্টিয়ারমার্কঅঙ্গরাজ্যের গ্রাজ শহরের নিকটবর্তী জায়গায় দুটি মৃত বুনো রাজহাঁসের গায়ে এইচ ৫ এন ১ বার্ড ফ্লু ভাইরাস আবিষ্কার করেছেন ।
একই দিন ইরান সরকার স্বীকার করেছে যে ইরান কাসপিয়ান সাগরের উপকুলীয় অঞ্চলে মৃত ১৩৫টি বুনো রাজহাঁসের গায়ে এইচ ৫ এন এ বার্ড ফ্লু ভাইরাস আবিষ্কার করেছে ।
|