মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্ট ফোক্স ১৪ ফেব্রুয়ারী মেক্সিকোর মন্টেরী শহরে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চিলির সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা অভিন্ন স্বার্থজড়িত রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে আদান-প্রদান করেছেন।
ছেন চিলি মন্টেরীতে অনুষ্ঠিত ইউনেস্কোর নয়টি উন্নয়নমুখী দেশের গণ শিক্ষামন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলনে অংশ নিচ্ছেন।
ফোক্স বলেছেন, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও সংস্কৃতির আদান-প্রদান দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। দু'দেশের অধিক থেকে অধিকতর শিল্পপতিরা প্রতিপক্ষ দেশে গিয়ে পুঁজি বিনিয়োগ করতে ইচ্ছুক। এই পটভূমিতে কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেছেন, দু'দেশের আদান-প্রদান আরো ত্বরান্বিত করার জন্যে দু'দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সারাসরি ফ্লাইট বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ণ।
তিনি বলেছেন, চীন ও মেক্সিকোর মৈত্রী সুদীর্ঘ। আর্থ-বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ঘনিষ্ঠতর হচ্ছে। আন্তর্জাতিক বিষয়াদিতে দু'দেশের ব্যাপক সহযোগিতা আছে। মেক্সিকো যে একচীন নীতিতে অবিচল থাকে ছেন চিলি তার জন্যে ধন্যবাদ জানান।
|