v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-15 16:32:08    
১৬ ফেব্রুয়ারী

cri
    **১৬ ফেব্রুয়ারী লংমার্চে লাল ফৌজার প্রথম গুরুত্বপূর্ণ বিজয়

    ১৯৩৫ সালের ১৬ ফেব্রুয়ারী চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় সামরিক কমিশনের এক পত্রে, সিছুয়ান প্রদেশের উত্তরাঞ্চলে যাওয়ার বদলে সিছুয়ান, কুইচৌ, ইউয়ুন্নান এই তিনটি প্রদেশে বিপ্লবী ঘাঁটি এলাকা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

    এর সঙ্গে সঙ্গে চুনই যুদ্ধ শুরু হয় । চুনই যুদ্ধ চলাকালে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত লাল ফৌজ চিয়াং ফাই শেকের বাহিনী পরাজিত করে এবং চুনই যুদ্ধের অবসান ঘটে ।সেবারকার যুদ্ধ মোট ৬ দিন লেগেছে । লাল ফৌজ শত্রু বাহিনীর ২০টি রেজিমেন্ট নিশ্চিহ্ন করে এবং ৩০০০ শত্রু সৈন্য আটক করে । লংমার্চ শুরু হওয়ার পর এটি ছিল লাল ফৌজের প্রথম গুরুত্বপূর্ণ বিজয় ।

    ** চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় যুক্তফ্রন্ট সংক্রান্ত নীতি নির্ধারিত

    ১৯৫৫ সালের ১৬ ফেব্রুয়ারী চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির যুক্ত ফ্রন্ট কার্যালয় পঞ্চম জাতীয় যুক্তফ্রন্ট সংক্রান্ত কর্ম-সম্মেলনের আয়োজন করে । সম্মেলনে বিশেষভাবে ১৯৫৬ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত যুক্ত ফ্রন্টের কাজ নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট প্রস্তাব গৃহীত হয় । চীনের কমিউনিস্ট পার্টির কর্তব্য হল: অব্যাহতভাবে জন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সুসংবন্ধ ও সম্প্রসারণ করা,সম্ভাব সকল শক্তির সঙ্গে ঐক্যবন্ধ করা এবং আমাদের অভিন্ন লক্ষ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালানো । নতুন ইতিহাসিক অবস্থায় সম্পূর্ণভাবে চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলন, গণতান্ত্রিক পার্টি আর বাণিজ্য ও শিল্প ফেডারেশন ইত্যাদি গণ সংগঠনের ভুমিকা প্রসারিত করতে হবে ।

    **মাকারিওস সাইপ্রসের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত

    ১৯৩৫ সালের ১৬ ফেব্রুয়ারী চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় সামরিক কমিশনের এক পত্রে, সিছুয়ান প্রদেশের উত্তরাঞ্চলে যাওয়ার বদলে সিছুয়ান, কুইচৌ, ইউয়ুন্নান এই তিনটি প্রদেশে বিপ্লবী ঘাঁটি এলাকা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।    সাইপ্রসে একটানা কয়েক বছরের যুদ্ধ দাঙ্গা-হাঙ্গামার পর, ১৯৫৯ সালের ১৬ ফেব্রুয়ারী জুরিচে গ্রীস ও তুরস্কের সরকার একটি সম্মেলনের আয়োজন করে এই দ্বীপের ভবিষ্যতে নিয়ে আলোচনা করে ।দু'পক্ষ সাইপ্রসের স্বাধীনতার প্রশ্নে এক মত হয়ে । পরিকল্পনা অনুযায়ী বৃটেন সরকার এই দ্বীপে সার্বভৌম সামরিক ঘাঁটি বজায় রাখবে , গ্রীক জাতী ও তুর্কীদের যুক্ত প্রশাসনিক কর্তৃপক্ষ এই নতুন দেশ শাসন করবে । সংবিধানের বিধি অনুসারে গ্রীক জাতির একজন প্রেসিডেন্ট আর তুর্কী জাতির একজন ভাইস প্রেসিডেন্ট রাখা হবে । নতুন দেশ গ্রীসের সঙ্গে যুক্ত হবে না ।

    যদিও গ্রীসের সঙ্গে একীকরণ করা ছিল আর্চবিসপ মাকারিওস এবং "এ.ও.কা" আন্দোলনের উদ্দেশ্য, তবু তিনি এই সমাধান পদ্ধতি গ্রহণ করেন । তারপর সাইপ্রসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং মাকারিওস সাইপ্রস প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টে পরিণত হন ।

    **ফিদেল কাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী নির্বাচিত

    ১৯২৫ সালের ১৩ আগস্ট ফিদেল কাস্ট্রো কিউবায় জন্মগ্রহণ করেন । ১৯৫০ সালে তিনি হাভানা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ডক্টর ডিগ্রী লাভ করেন । বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি সক্রিয়ভাবে দেশপ্রেমিক ছাত্র আন্দোলনে যোগদান করেন । ১৯৫৩ সালের ২৬ জুলাই কাস্ট্রো কয়েকজন বিপ্লবী যুবককে নেতৃত্ব দিয়ে বাটিস্টুটা সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভ্যত্থান ঘটান এবং গ্রেফতার হন । ১৯৫৫ সালের মে মাসে মুক্তি পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র আর মেক্সিকোয় আশ্রয় নেন এবং মেক্সিকোয় "৭.২৬ আন্দোলন" প্রতিষ্ঠা করেন । ১৯৫৯ সালের জানুয়ারী মাসে তিনি কিউবার জনগণকে নেতৃত্ব দিয়ে বাটিস্টুটার একনায়ক সরকারকে উত্খাত করে বিপ্লবের সাফল্য বিজয় করেন । বিপ্লব সরকার প্রতিষ্ঠার পর তিনি প্রধানমন্ত্রী আর সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডারের দায়িত্ব পালন করেন । ১৯৭৬ সাল থেকে তিনি রাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান হয়ে এসেছেন । ১৯৬১ সাল থেকে তিনি কিউবা সমাজতান্ত্রিক বিপ্লবী সংযুক্ত পার্টির প্রথম সম্পাদক হন । ১৯৬৫ সালে সই পার্টি কিউবা কমিউনিস্ট পার্টির নাম করণের পর থেকে এ পর্যন্ত তিনি কেন্দ্রীয় কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন।