জামবিয়ার সরকারী মুখপাত্র মুয়ানগা ১৪ ফেব্রুয়ারী লুসাকায় ছেন সুই বিয়েনের "স্বাধীন তাইওয়ান" বক্তব্যের তীব্র নিন্দা করেছেন এবং আবার ঘোষণা করেছেন যে , জামবিয়া একচীন নীতিতে অবিচল থাকবে ।
সেদিন একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন , সম্প্রতি ছেন সুই বিয়েনের "স্বাধীন তাইওয়ান" বক্তব্য প্রণালী দু'পারের শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করেছে , এবং প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি সৃষ্টি করেছে ।
মুয়ানগা বলেছেন , জামবিয়া সরকার বরাবরই একচীন নীতি মেনে চলে , তাইওয়ান হল চীনের ভূভাগের এক আবিচ্ছেদ্য অংশ । জামবিয়া সরকার শুধু তাইওয়ানের জাতিসংঘের সদস্য হওয়ার বিরোধিতা করে নয় , তাইওয়ানের কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগ দেয়ারও বিরোধিতা করে।
|