|
|
(GMT+08:00)
2006-02-14 19:39:26
|
রেন মিন পির বিনিময় হার ব্যবস্থার সংস্কার অব্যাহত থাকবে
cri
১৪ ফেব্রুয়ারী পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও চিয়েন ছাও বলেছেন, চীনের মুদ্রা বিনিময় হার ব্যবস্থার সংস্কার এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়সংকল্প অপরিবর্তিত থাকবে। চীন যাবতীয় পরিস্থিতি আর উপাদান অনুযায়ী এই সংস্কার এগিয়ে নিয়ে যাবে। কোন কোন বিদেশী তথ্যমাধ্যমেচীন যথেচ্ছাভাবে বাণিজ্যের অনুকুল উদ্বৃত্ত অনুসন্ধান করছে বলে যে মন্তব্য প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে মুখপাত্র বলেছেন, চীন ইচ্ছামত বাণিজ্যের অনুকূল উদ্বৃত্ত অনুসন্ধান করেনি এবং বৈদেশিক মুদ্রা মজুদের বৃদ্ধিও অনুসন্ধান করেনি। চীনের লক্ষ্যহল আন্তর্জাতিক আয় -ব্যয়ের ভারসাম্য বিশেষ করে পণ্য আর পরিসেবা বাণিজ্যের কোন রকম ভারসাম্য বজায় রাখা।
গত বছরের ২১ জুলাই থেকে বাজারের সরবরাহ আর চাহিদার ভিত্তিতে রেন মিন পি বিনিময় হার কেবল মার্কিন ডলারের উপর নিভর্র করছে না।
|
|
|