|
|
(GMT+08:00)
2006-02-14 19:36:04
|
চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক স্বার্থের বন্টন প্রায় ভারসাম্যজনক
cri
চীনের উপ বাণিজ্যমন্ত্রী ই শিয়াও জুইন ১৪ ফেব্রুয়ারী পেইচিংএ বলেছেন, যদিও চীনের সঙ্গেবাণিজ্যে যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত বিরাট ঘাটতি রয়েছে তবু আর্থ-বাণিজ্যিক আদান-প্রদানে দু'পক্ষেরঅর্জিত কল্যাণ ভারসাম্যমূলক। ১৪ ফেব্রুয়ারী পেইচিংএ শুরু হওয়া চীন-মার্কিন আর্থ-বাণিজ্য ফোরামে তিনি এ কথা বলেছেন। তিনি ব্যাখ্যা করে বলেছেন, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র বিরাট স্বার্থ অর্জন করেছে। তিনি বলেছেন, বিশ্বের নির্মান শিল্প ব্যাপক হারে চীনে স্থানান্তরিত হওয়া চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ঘাটতি দেখা দেওয়ার প্রধান কারণ। কিন্ত তা সত্ত্বেও এই ঘাটতি কমানোর জন্যে চীন সরকার অনেক প্রচেষ্টা চালিয়েছে। গত বছর চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বিলিয়ন মাকির্ন ডলারের ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। বতর্মানে চীন যুক্তরাষ্ট্রের চতুর্থ বড় রফতানি বাজারে পরিণত হয়েছে ।
|
|
|