|
চীনের সরকারী সংস্থার কর্মচারীদের জন্যে বিনোদন ব্যবসা নিষিদ্ধ
cri
|
১৩ ফেব্রুয়ারী চীন সংশোধিত 'বিনোদন স্থান ব্যবস্থাপনা নিয়মবিধি ' প্রকাশ করেছে। এই নিয়মবিধিতে বলা হয়েছে, সরকারী সংস্থার কর্মচারীরা যেমন বিনোদন স্থান খুলতে পারবেন না তেমনি বিনোদন ব্যবসাও করতে পারে না। নিয়মবিধিতে নিধার্রন করা হয়েছে যে, সরকারী সংস্থা আর তার কর্মচারীরা, সংস্কৃতি আর গণ নিরাপত্তা বিভাগের কমর্চারীদের পরিবার-পরিজন আর নিকট আত্মীয়রা বিনোদন স্থান খুলতে এবং এ ধরনের স্থানের ব্যবসা করতে পারবেননা।
|
|