১৪ ফেব্রুয়ারী উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির কেন্দ্রীয় মুখপত্র রোদোং সিনমুনে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, চীনের সরকার ও জনগণের একচীন নীতিতে অবিচল থাকা এবং চীনের পুরোপুরি একায়নের সংগ্রাম নির্ভুল। তা আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমর্থন ও সহানুভুতি পেয়েছে।
প্রবন্ধে বলা হয়েছে, তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ককে শান্তিপূর্ণ ও স্থিতিশীল দিকে উন্নয়নের জন্যে চীনের পার্টি ও সরকার সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। গত বছরে তাইওয়ান অঞ্চলের কুওমিনতাং, ছিনমিনতাং ও সিনতাং পার্টির প্রতিনিধি দলগুলো আমন্ত্রিত হয়ে মূলভূভাগ সফর করেছিল এবং গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছিল। চীন সরকারের ব্যবস্থা চীনা জনগণের সমর্থন পেয়েছে এবং আন্তর্জাতিক সমাজের ইতিবাচক মূল্যায়ন পেয়েছে।
প্রবন্ধে আরো বলা হয়েছে, চীনের একায়ন ত্বরান্বিত করার জন্যে ১১ বছর আগে চীনের দাখিলকৃত "৮দফা প্রস্তাব" তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা এবং দেশের শান্তিপূর্ণ একায়ন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের দাখিলকৃত "চার দফা প্রস্তাব" নতুন পরিস্থিতিতে তাইওয়ানের প্রতি চীন সরকারের কর্মনীতির গুরুত্বপূর্ণ নির্দেশকে পরিণত হয়েছে।
|