কিউবায় পঞ্চম আন্তর্জাতিক উচ্চ শিক্ষা সম্মেলনে অংশগ্রহণকারী চীনের রাষ্ট্রীয় কাউসিলার ছেন চি লি ১৩ ফেব্রুয়ারী হাভানায় বলেছেন , চীনের উচ্চশিক্ষাগণশিক্ষার পর্যায়ে প্রবেশ করেছে ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ছেন চি লি বলেছেন , বর্তমানে চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা দু' কোটি ১০ লাখ , ছাত্রসংখ্যার দিক থেকে পৃথিবীতে চীন শীর্ষস্থানে রয়েছে । তিনি উল্লেখ করেছেন , দেশের উন্নয়ন ও গঠনকাজে উচ্চ শিক্ষার ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । চীন সরকার বিজ্ঞানসম্মত উন্নয়নের ধারনা আর উচ্চমানের ধীশক্তি প্রশিক্ষণের মাধ্যমে দেশকে শক্তিশালী করার নীতিমালা অনুসরণ করছে ।
পাঁচদিন ব্যাপী পঞ্চম আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলন ১৩ ফেব্রুয়ারী হাভানায় উদ্বোধন হয়েছে । সম্মেলন চলাকালে প্রতিনিধিরা উচ্চশিক্ষা জনপ্রিয় করা আর নাগরিকদের আজীবন শিক্ষা পাওয়ার সুযোগ নিশ্চিত করার সমস্যা আলোচনা করছেন ।
|