চীনের জাতীয় বেসামরিক বিমানচলাচল প্রশাসনের উপ-মহাপরিচালক কাও হোংফেং ১৪ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীনের বেসামরিক বিমানচলাচলের ক্ষেত্রে প্রতি এক মিলিয়ন উড্ডয়ন ঘণ্টায় দুর্ঘটনার হার বিশ্বের গড়পড়তা হারের চেয়ে কম।
তিনি বলেছেন, গত পাঁচ বছরে, চীনের বেসামরিক বিমানচলাচলের ক্ষেত্রে প্রতি এক মিলিয়ন ঘণ্টায় ০.২৯বার দুর্ঘটনা ঘটেছে, যা উন্নত দেশের মানের কাছাকাছি।
তিনি আরো বলেছেন, আগের পাঁচ বছরে, চীন ৪২টি দেশের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বিমান পরিবহন চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষর করেছে, বিদেশী ব্যবসায়ীদের জন্যে বেসামরিক বিমানচলাচল শিল্পে অর্থবিনিয়োগ সংশ্লিষ্ট নতুন নিয়ম বিধি প্রনীত হয়েছে।
|