খোমেনি ব্রিটিশ লেখক সালমান সেশদিকে মৃত্যুদন্ড দেওয়ার ঘোষণা করেন
ব্রিটিশ লেখক সালমান সেলদিক লেখা 'স্যাটানিক ভাসের্স' বই ছাপানোর পর মুসলিম জগতে আলোড়নের সৃষ্টি হয়। ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারী ইরানের ধর্মীয় নেতা খোমেনি তাকে মৃত্যুদন্ড দেওয়ার ঘোষণা করেন। তাঁকে গ্রেফতার করার জন্যে লক্ষাধিক মার্কিন ডলার্রের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।
যুক্তরাষ্ট্রেরস্বাধীন তাইওয়ানের প্রয়াস ব্যর্থ হয়
তাইওয়ান কতৃর্পক্ষকে স্বাধীনতা অর্জনের প্রয়াসে সাহায্য করার জন্যে১৯৪৯ সালের ১৪ ফেব্রুয়ারীচীনস্থ মার্কিন দূতাবাসের কাউন্সিলার বিমান যোগে গোপনে তাইপে পৌছেন। স্বাধীন তাইওয়ান গড়ে তুলতে তিনি তাইওয়ানের তত্কালীন গভর্নর জেনজেনকে রাজী করান দেন। কিন্তু তাঁর প্রচেষ্টা বিফল হয়।
চীন-সোভিয়েত সৌহার্দ্যপূর্ণ মৈত্রী চুক্তি মস্কোয় স্বাক্ষরিত
১৯৫০ সালের ১৪ ফেব্রুয়ারী মস্কোয় চীন-সোভিয়েত সৌহার্দ্যপূর্ণমৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। সে বছরের ১ এপ্রিল এই চুক্তি বলবত হয়। চুক্তিতে নিধার্রণ করা হয় সোভিয়েত ইউনিয়ন চীনে তার বিশেষ অধিকার পরিত্যাগ করবে। সোভিয়েত ইউনিয়ন প্রতিশ্রুতি দেয় যে, ১৯৫২ সালের পর সোভিয়েত ইউনিয়ন ছানছিয়েন রেল পথের সমস্ত সম্পদ আর অধিকার অপরিশোধনীয়ভাবে চীনের কাছে হস্তান্তর করবে। সোভিয়েত ইউনিয়ন চীনের লিশেন থেকে তার সৈন্য সরিয়ে নেয়।
জর্দান -ইরাক আরব ফেডারেল প্রতিষ্ঠিত
১৯৫৮ সালের ১৪ ফেব্রুয়ারী জর্দান আর ইরাক যৌথভাবে আরব ফেডারেল প্রতিষ্ঠিত হয়। ইরাকের রাজা ফিসায় দেশের শীর্ষ প্রধান। ১৯৫৮ সালের ১ ফেব্রুয়ারী মিসর আর সিরিয়া যুক্ত আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সালের ১৪ ফেব্রুয়ারী ইরাকের রাজা ফিসায় আর জর্দানের রাজা হোসেন ঘোষণা করেন, দু'দেশ সংযুক্ত হয়ে এটি নতুন ফেডারেল প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সে বছরের জুলাই মাসে ইরাকের বিপ্লব বাঁধে। নতুন সরকার জদার্ন-ইরাক যৌথ ফেডারেল থেকে বেড়িয়ে আসার ঘোষণা করে। সে বছরের ২ আগস্ট জর্দানের রাজা হোসেন জর্দান-ইরাক 'আরব ফেডারেল' ভেংগে দেওয়ার ঘোষণা করেন।
চীন আর মেকসিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়
১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারী চীন আর মেকসিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
চীন উত্তর কোরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়
১৯৫৮ সালের ১৪ ফেব্রুয়ারী প্রয়াত প্রধান মন্ত্রী চো এন লেইএর নেতৃতাধীন চীনের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়া সফর করে। কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর চীন কোরিয়া থেকে সমস্ত বিদেশী সৈন্য প্রত্যাহার করার দাবি জানায়। কিন্তু যুক্তরাষ্ট্র চীনের এই দাবি অস্বীকার করে।
বিশ্বের প্রথম কম্পিউটারের জন্ম হয়
১৯৪৬ সালের ১৪ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের প্যানসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রথম কম্পিউটারের জন্ম হয়।
চীনের সুরকার নিয়েএ মারা যান
১৯১২ সালের ১৪ ফেব্রুয়ারী চীনের বিখ্যাত স্বরকার নিয়েএ মারা যান। তিনি চীনের জাতীয় সংগীতে সুর দেন।
|