মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আলি আবুল ঘেইত ১৩ ফেব্রুয়ারী পশ্চিমা দেশের প্রতি ইসলামি দেশের সঙ্গে সংলাপ জোরদার করা , উপলব্ধি বাড়ানো এবং সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়েছেন ।
মিসরের পররাষ্ট্র বিষয়ক কমিশন ও ন্যাট সেদিন মধ্য-প্রাচ্যের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সেমিনার আয়োজন করে । সেমিনারে ঘেইত বলেছেন , ইসলাম ধর্মের বিরুদ্ধে অপবাদের আচরণ ও পশ্চিমা দেশ এবং ইসলামি দেশের সংঘর্ষ দেখা যায় । তিনি মনে করেন এটি মানবতাবাদী ও আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নের জন্য সহায়ক নয় । ঘেইত জোর দিয়ে বলেছেন , পশ্চিমা দেশ ও ইসলামি দেশের উচিত অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিয়ে সংলাপ জোরদার করা এবং পারস্পরিক উপলব্ধি বাড়ানো ।
|