সুদানে সফররত আরব লীগের মহাসচিব আমর মাহমুদ মুসা ১৩ ফেব্রুয়ারী খার্তুমে বলেছেন , আরব দেশগুলো হামাসকে "ভূমির বিনিময়ে শান্তি অর্জনের" নীতি গ্রহণ করানোর চেষ্টা করবে ।
মুসা বলেছেন , ফিলিস্তিনের আইন পরিষদের নির্বাচনে হামাসের বিজয় ফিলিস্তিনী ভোটারদের ইচ্ছা প্রকাশ করেছে । আরব লীগ ও আরব দেশগুলো ফিলিস্তিনের পরিস্থিতি ইত্যাদি সমস্যা নিয়ে হামাসের সঙ্গে পরামর্শ করবে এবং হামাসকে "ভূমির বিনিময়ে শান্তি অর্জনের" নীতি গ্রহণ করানোর প্রচেষ্টা চালাবে । হামাসকে ফিলিস্তিনে সাহায্য না দেয়ার হুমকি দেয়ার জন্য মুসা কিছু পশ্চিমা দেশের সমালোচনাও করেছেন ।
একইদিন , মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জাতিসংঘ মহাসচিব কফি আনান ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে মধ্য-প্রাচ্য সমস্যা নিয় বৈঠক করেছেন । বৈঠক শেষে আনান হামাসকে একটি রাজনৈতিক পার্টিতে পরিণত করতে তাগিদ দিয়েছেন ।
মার্কিন হেয়াইট হাউসের মুখপাত্র স্কট ম্যাক্লেলান বলেছেন , যুক্তরাষ্ট্র আশা করে রাশিয়া ও হামাসের অনুষ্ঠিতব্য বৈঠকে রাশিয়া হামাসকে হিংসাত্মক তত্পরতা বন্ধ করা , নিরস্ত্রীকরণ এবং ইসরাইলের অস্তিত্ব স্বীকার করার তাগিদ দিবে ।
|