ইইউ কমিটির ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ইস্তাহারে ইতালি, মিশর, স্লোভেনিয়া এবং বুলগেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে ইইউ কমিটির কাছে যার যার দেশের বার্ড-ফ্লু প্রকোপের অবস্থা রিপোর্ট করেছে।
ইস্তাহারে আরো বলা হয়েছে, মিশরের বার্ড-ফ্লু সম্পর্কে ইইউ কমিটি ১০ ফেব্রুয়ারি জরুরী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে, যেমন প্রকোপ অঞ্চলের কাছাকাছি সঙ্গে নিরোধ এলাকা স্থাপন করেছে।
অন্য খবরে জানা গেছে, জাতিসংঘের খাদ্যশস্য সংস্থার পশু স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা জুয়েন লুব্রোথ ১৩ ফেব্রুয়ারি রোমে বলেছেন, এই সংস্থা ইতালি সরকারের বার্ড-ফ্লু নিয়ন্ত্রণের জন্য নেয়া ব্যবস্থার সন্তুষ্ট। ইতালি অন্য দেশের জন্য ভাল দৃষ্টান্ত স্থাপন করেছে।
|