১৩ ফেব্রুয়ারী চীনের বানিজ্য মন্ত্রণালয়ের একটি অনুমান থেকে জানা গেছে , এ বছরের প্রথম ছয়মাসে চীনের শক্তিসম্পদ পন্যগুলোর সরবরাহ পর্যাপ্ত হবে না , অভ্যন্তরীণ বাজারে এই সব পন্যের দাম কমবে না ।
বানিজ্য মন্ত্রণালয়ের বাজারের ক্রয়বিক্রয় বিভাগের বিশ্লেষন অনুযায়ী গত বছরের দ্বিতীয়ার্ধের তুলনায় এ বছরের প্রথমার্ধে চীনের কয়লা বাজারে শীতকালে হিটিং ব্যবস্থা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চাহিদা কম হবে , কয়লার দাম স্থিতিশীল থাকবে ।
এ বছরের প্রথমার্ধে বাজারে তেলের চাহিদা বাড়বে । চীনের তেল সম্পদের অপর্যাপ্ততার দরুন তেল উত্পাদন দ্রুত বাড়বে না , কাজেই চীনে তেলের দাম কমানো হবে না ।
|