মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ১২ ফেব্রুয়ারী এ বি সি'র একটি অনুষ্ঠানে বলেছেন, অনেক দেশের "বিরাট ইউনিয়ন" ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক পরিকল্পনা উন্নয়নে রাজী হয়েছে। কিন্তু এই পরিকল্পনার মধ্যে পারমাণবিক অস্ত্র উত্পাদনক্ষম প্রযুক্তি অন্তর্ভূক্ত করা উচিত নয়। তিনি বলেছেন, ইরানের পরমাণু পরিকল্পনা বিশ্বাসযোগ্য নয়। ইরানের উচিত নিজের পরিস্থিতি উপলদ্ধি করা এবং আলোচনায় ফিরে আসা।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান পরিকল্পনা সম্পর্কে রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধানের চেষ্টা করছে। কিন্তু প্রেসিডেন্ট বুশ কখনও কোনো বাছাই বাদ দেন নি।
একইদিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি বলেছেন, ইরান অব্যাহতভাবে "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি" এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংশ্লিষ্ট নিরাপদ নিশ্চয়তার নিয়মের কাঠামোয় বেসামরিক পরমাণু শক্তিসম্পদের প্রযুক্তি ব্যবহার করবে এবং পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতা বজায় রাখবে। কিন্তু কোনো কোনো দেশ উপরোক্ত চুক্তির অপ-ব্যবহার করে ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করলে ইরান তা মানবে না। আন্তর্জাতিক সমাজের উচিত এ ক্ষেত্রে ইরানের সংশয় সৃষ্টি না করা।
|