২০০৬ সালের চীনের অন্তঃ মঙ্গোলিয়ায় স্বায়ত্তশাসিত অঞ্চলের রাশিয়া বর্ষ ১২ ফেব্রুয়ারীর রাতে চীনের বৃহত্তম স্থল বন্দর--- অন্তঃ মঙ্গোলিয়া মানচৌলি শহরে উদ্বোধন হয়েছে।
খবরে প্রকাশ, অন্তঃ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাশিয়া বর্ষে আর্থ-বাণিজ্য, পর্যটন, প্রশিক্ষণ, সংস্কৃতি, চিকিত্সা, ক্রীড়া, তথ্য মাধ্যম ইত্যাদি ৪২টি বিষয়ে অনুষ্ঠান আয়োজিত হবে।
মানচৌলি এশিয়া আর ইউরোপ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুবিধা জনক স্থল বন্দর এবং চীন-রাশিয়া বৃহত্তম বন্দর।
চীন ও রাশিয়ার নেতাদের সিদ্ধান্তের মুবাদে ২০০৬ সালে চীনের রাশিয়া বর্ষ অনুষ্ঠিত হচ্ছে। ২০০৭ সালে রাশিয়ায় চীন বর্ষ অনুষ্ঠিত হবে। রাশিয়া বর্ষে বিভিন্ন ক্ষেত্রের ২৫০টিরও বেশি বড় আকারের অনুষ্ঠান আয়োজিত হবে।
|