v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-02-13 15:54:33    
১৩ ফেব্রুয়ারী

cri
    ব্রিটেনের রাজনীতিতে আগ্রহী মহিলাদের সংসদে জোর করে ঢোকার ব্যর্থ প্রয়াস

১৯০৭ সালের ১৩ ফেব্রুয়ারী রাজনীতিতে অংশ গ্রহণেচ্ছু এক দল ব্রিটিশ মহিলাকে সংসদে জোর করে ঢুকে যাওয়ার দাবি জানান। কিন্তু তাঁদের প্রচেষ্টাপুলিশের প্রতিরোধে ব্যর্থ হয়। ৬০জন মহিলা গ্রেফতার হন।পুলিশের সঙ্গে তীব্রসংঘর্ষে তাদের মধ্যে অনেকেই আহত হন।

    ব্রিটিশ চিকিত্সাবিদ ফ্লোমিং পেনিসিলিন আবিস্কার করেন

১৯২৮ সালের ১৩ ফেব্রুয়ারী ব্রিটিশ চিকিত্সাবিদ ফ্লোমিংপেনিসিলিন আবিস্কার করেন। ১৯৪৫ সালের ১৩ ফেব্রুয়ারী তিনি নোবেল পুরস্কার পান।

    সোভিয়েত সৈন্যবাহিনী বুদাপেষ্ট

১৯৪৫ সালের ১৩ ফেব্রুয়ারী প্রাক্তন সৌভিয়েত সৈন্যবাহিনী হাংগেরির রাজধানী বুদাপেষ্ট দখল করে।

শীত্কালীণ অলিম্পিক গেমসে চীনের প্রথমপ্রতিনিধি দল ১৯৮০ সালের ১৩ থেকে ২৪ ফেব্রুয়ারী পযর্ন্ত এয়োদশ শীত্কালীণ অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। চীন ২৮জন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠায়। ৩২টি দেশের ১৪০০ জন নারী-পুরুষ ক্রীড়াবিদ সেবারকার শীত্কালীণ অলিম্পিক গেমসে অংশ নেন। ৬০জন ক্রীড়াবিদ ১০৮ টি বিশ্ব রেকড সৃষ্টি করেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থারএইডজ দিবস ঘোষণা

১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে প্রত্যেক বছরের ১৩ ফেব্রুয়ারী ' বিশ্ এইডজ দিবস' পালিত হবে ।

    মার্কিন নভোচারীরা সাফল্যজনকভাবে হাবো টেলিস্কোপ মেরামত করেন

১৯৯৮ সালের ১৩ ফেব্রুয়ারী ভোরবেলায় যুক্তরাষ্ট্রের ডিসকাভারি নভোখেয়াযান সাত জন নভোচারীকে নিয়ে মহাকাশে উড়ে যায়। নভোচারীরা মহাকাশে সাত বছর ধরে উড্ডয়নরত হাবো টেলিস্কোপ মেরামত করেন্। ১৯৯০ সালে হাবো টেলিস্কোপ উতক্ষেপন করা হয়। এই টেলিস্কোপ দু'হাজারাধিক বিজ্ঞানীর জন্যে ১ লক্ষ ১০ হাজার বার জ্যোতিবিদ্যামূলক পযর্বেক্ষণ চালিয়েছে। এই হাবো টেলিস্কোপ জ্যোতিবিদ্যা ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। কিন্তু এই টেলিস্কোপ একেবারে জীর্ণ হয়ে পড়ে। তাই এ সাত জন মার্কিন নভোচারী এতে মেরামত কাজ চালিয়েছেন।

    চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুর্রোর অধিবেশন পেইচিংএ অনুষ্ঠিত

১৯৫৮ সালের ১৩ ফেব্রুয়ারী পেইচিংএ চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুর্রোর পুর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে চীনের প্রথম পাঁচসালা পরিকল্পনার পযার্লোচনা করা হয়। তা ছাড়া অধিবেশনে ১৯৫৮ সালের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা , দেশের বাজেট এবং দ্বিতীয় পাঁচসালা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

    জাপানের সঙ্গে আলোচনার জন্যে লি হং জানকে পাঠানো হয়

তত্কালীণ জাপান সরকারের সঙ্গে আলোচনা করার জন্যে ১৮৯৫ সালের ১৩ ফেব্রুয়ারী চীনের ছিন রাজ সরকার বিশেষ দূত হিসেবে লি হং জানকে পাঠায়। পরে দু'দেশের মধ্যে কলংকজনক 'মাগুয়াং চুক্তি' স্বাক্ষরিত হয়।

    জামার্ন সুরকার ওয়াগনার মৃত্যু

১৮৮৩ সালের ১৩ ফেব্রুয়ারী জার্মান সুরকার ওয়াগনার শেষ নি:শ্বাস ত্যাগ করেন।