সুদানে সফররত ফিলিস্তিনের হামাসের নেতা খালেদ মেশাল ১২ ফেব্রুয়ারী খার্তুমে ঘোষণা করেছেন যে , ফিলিস্তিন একটি "জাতীয় যৌথ সরকার" গঠন করবে । বিভিন্ন মহলের কর্মদক্ষ ব্যক্তিদের নিয়ে এই সরকার গঠিত হবে । নতুন সরকার ফিলিস্তিনীদের মর্যাদা রক্ষা করবে ।
মেশাল আরও বলেছেন , ফিলিস্তিনের ভূভাগে একটি স্বার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপন হওয়ার আগে পযর্যন্ত হামাস ইসরাইলের দখল প্রতিরোধ করার বৈধ অধিকারে অবিচল থাকবে । তিনি আবার ঘোষণা করেছেন , ইসরাইল ফিলিস্তিনীদের বৈধ অধিকার স্বীকার করার আগে হামাস ইসরাইলের অস্তিত্ব স্বীকার করবে না ।
একইদিন , ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মন্ত্রীসভার নিয়মিত সম্মেলনে আবার ঘোষণা করেছেন যে , ইসরাইল হামাসের বিরোধিতা করার অবস্থান পরিবর্তন করবে না । তিনি বলেছেন , নতুন নির্বাচিত ফিলিস্তিনের আইন পরিষদ শপথ গ্রহণ করলে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থা হামাসের শাসনে পরিবর্তিত হবে । ইসরাইলের তার সঙ্গে সহযোগিতা করবে না । ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী শাউল মোফাজও বলেছেন , হামাস অস্ত্র ছেড়ে দেয়া এবং ইসরাইলের অস্তিত্ব স্বীকার করার আগে ইসরাইল হামাসের সঙ্গে যোগাযোগ করবে না ।
|