নবনিযুক্ত জাপানের স্যোশাল ডেমোক্রেটিক পার্টির(এসডিপি) অনারারী চেয়ারম্যান, জাপানের প্রতিনিধি পরিষদের সাবেক স্পীকার দোই তাকাকো এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী মুরাইয়ামা তোমিইছি ১২ ফেব্রুয়ারি সোশিও ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে বলেছেন, জাপানের শাসনতন্ত্রের ৯ নম্বর ধারা সংশোধন করা উচিত নয়।
এসডিপির সম্মেলনে "আত্মরক্ষী সৈন্যবাহিনী"র শাসনতন্ত্র লংঘণ সংক্রান্ত ঘোষণা গৃহীত হয়েছে বলে অন্যান্য পার্টি যে অভিযোগ প্রকাশ করেছে দোই তাকাকো তা খণ্ডন করেছেন। তিনি বলেছেন , যেসব পার্টি বা ব্যক্তি ঘোষণাটি সম্পর্কে অভিযোগ করে তারা যুদ্ধের পূর্বতনকালের অবস্থায় ফিরে গিয়েছেন। মুরাইয়ামা তোমিইছি তাঁর ভাষণে শাসনতন্ত্র রক্ষা করার প্রয়োজনের কথা জানিয়েছেন এবং বলেছেন তিনি নিজেই এই লক্ষ্য বাস্তবায়নের জন্য অবিরাম প্রয়াস চালাবেন।
|