১১ ফেব্রুয়ারচীনের রেল মন্ত্রণালয়ের প্রকাশিত একটি পরিসংখ্যাণে দেখা গেছে চীনের বসন্ত উত্সব শুরু হবার পর থেকে ১০ কোটি ৩ লক্ষ যাত্রী রেল গাড়ীতে আসা-যাওয়া করেছে।যথাযথ নিরাপত্তা ব্যবস্থার কারণে এ সময়পর্বে রেল পরিবহণে কোন গুরুতর দুঘর্টনা দেখা দেয়নি।
বসন্ত উত্সব হল চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক উত্সব। এই সময়পর্বে বাইরে কর্মরত আর অধ্যয়নরত ব্যাপক জনসাধারণ বাড়ি ফিরে যান । তা ছাড়া অনেকে এই লম্বা ছুটির সুযোগে ভ্রমণ করতে যান । যার ফলে বসন্ত উত্সবের প্রাক্কালে ও উত্সকালে চীনে পৃথিবীর সবচেয়ে বড় আকারের জনস্রোতদেখা যায়। চীনের পরিবহণ বিশেষ করে রেল পরিবহণের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
|