পিপলস ডেইলি পত্রিকা ১২ ফেব্রুয়ারী বলেছে, তাইওয়ানী প্রযুক্তিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মূলভূভাগে কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সম্মেলন ৮ই এপ্রিল ফুচিয়েন প্রদেশের সিয়ামেন শহরের ধীশক্তি বাজারে আয়োজিত হবে। তা হচ্ছে মূলভূভাগে অধ্যয়নরত তাইওয়ানী ছাত্রছাত্রী ও প্রযুক্তিবিদদের জন্যে মূলভূভাগের আয়োজিত প্রথম ধীশক্তি আদান-প্রদান সম্মেলন।
আয়োজকরা বলেছেন, এবারকার মত-বিনিময় সম্মেলনের মধ্যে রয়েছে, তাইওয়ান প্রণালীর দু'পারের জনশক্তি সম্পদের আদান-প্রদান ও সহযোগিতা সেমিনার, তাইওয়ানী প্রযুক্তিবিদ ও ছাত্রছাত্রীদের মূলভূভাগে শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের নীতি সম্পর্কিত সম্মেলন, মূলভূভাগে তাওয়ানী প্রযুক্তিবিদ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কর্মসংস্থান সম্পর্কিত আলোচনা সভা ইত্যাদি।
খবরে প্রকাশ, তাইওয়ানী ছাত্রছাত্রীদের মূলভূভাগে লেখাপড়ার সমর্থনে মূলভূভাগ কর্তৃপক্ষ ধারাবাহিক নীতিমালা প্রণয়ন করেছে। তাইওয়ানী প্রযুক্তিবিদদের মূলভূভাগে চাকরি করতেও মূলভূভাগ স্বাগত জানায়।
|