১১ ফেব্রুয়ারী থেকে হংকং আনুষ্ঠানিকভাবে মরণোত্তর কর উঠিয়ে নিয়েছে।
এর আগে, হংকংয়ের শুল্ক আইন অনুযায়ী হংকংয়ের স্থায়ী বাসিন্দা না কর্মের কারণে বসবাসকারীদের হংকংস্থ সম্পত্তির মূল্য ৭৫ লাখ হংকং ডলার ছাড়িয়ে গেলে, মরণোত্তর কর দিতে হতো এবং তাঁর সম্পত্তির সর্বোচ্চ ১৫% আদায় করা যেতো।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের অর্থ ও কোষাগার ব্যুরোর মুখপাত্র বলেছেন, আরো বেশি হংকংবাসী ও বিদেশী লোকদেরকে হংকংয়ে অর্থবিনিয়োগ করার জন্যে মরণোত্তর কর উঠিয়ে নেয়া হয়েছে, যাতে হংকং অব্যাহতভাবে এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান পূঁজি পরিচালনা কেন্দ্রের অবস্থান বজায় রাখতে পারে।
|