রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েব-সাইটে ১১ ফেব্রুয়ারী একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সংলাপ চালানোর প্রস্তাব দিয়েছে, যাতে ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সুষ্ঠু সমাধান প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ সম্প্রতি আলাদা আলাদাভাবে জাতি সংঘের মহা সচিব কফি আনান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস এবং ই ইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা নীতি বিষয়ক অধিকর্তা হাভিয়ের সোলানার সঙ্গে ফোনালাপ করেছেন। লাভরোভ ফোনে বলেছেন, যদি আন্তর্জাতিক সমাজ মধ্যপ্রাচ্য শান্তির রোড ম্যাপ পরিকল্পনা বাস্তবায়ন ও শান্তি আলোচনা পুনরুদ্ধারে ফিলিস্তিন ও ইসরাইলকে ফিরিয়ে আনতে চায়, তাহলে হামাসকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকার করতে এবং তার সঙ্গে সংলাপ চালাতে হবে। তিনি বলেছেন, রুশ প্রস্তাব মধ্যপ্রাচ্য সমস্যার সংশ্লিষ্ট চার পক্ষের ফিলিস্তিন-ইসরাইল সশস্ত্র বিরোধ নিষ্পত্তির মৌলিক অধিষ্ঠানের সঙ্গে পুরোপুরিভাবে সঙ্গতিপূর্ণ।
অন্য খবরে প্রকাশ, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য সমস্যা বিষয়ক বিশেষ দূত অ্যালেক্সান্দার কালুগিন ১১ ফেব্রুয়ারী বলেছেন, রাশিয়া সম্প্রতি হামাসের সঙ্গে এই সংস্থার সংশ্লিষ্ট শীর্ষনেতাদের রাশিয়া সফর সম্পর্কিত ব্যাপার নিয়ে সংলাপ করেছে। হামাসের প্রতিনিধি দলের ফেব্রুয়ারী মাসের মধ্যে মস্কো সফর করার সম্ভাবনা আছে।
|