চীনের প্রথম অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনী ১২ ফেব্রুয়ারী পেইচিংয়ের জাতীয় যাদুঘরে উদ্বোধন হয়েছে।।
এই প্রদর্শনীতে চীনের ৫৬টি জাতির দু' হাজারের বেশী অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার দেখানো হচ্ছে । এগুলোর মধ্যে জাতি সংঘের মানব জাতির মৌখিক ও অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকাভুক্ত কুয়ে অপেরা , প্রাচীন বাদ্যযন্ত্র , উইগুর জাতির মু কাম , মঙ্গোলিয় জাতির দীর্ঘসুরের লোকসংগীত, বিরাটাকার সিল্ক বুনন যন্ত্র আর গাছের পাতার চিঠি ইত্যাদি মূল্যবান কীর্তি আছে । এই প্রদর্শনীতে অনেক উত্তরাধিকারের মালিকরা দর্শকদের মাটির পাত্র তৈরী , সূচিকর্ম , পেপার কাট ও পুতুল নাচ দেখিয়েছেন ।
চীনের অনেক অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার প্রধানতঃ মৌখিকভাবে শিখানোর মাধ্যমে প্রজন্তান্তরে চলে এসেছে , এগুলো চীনের ঐতিহ্যিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ।
|