|
|
(GMT+08:00)
2006-02-11 19:38:07
|
পেইচিং অলিম্পিক গেমসের জন্যে রেল পরিবহণ বাড়াবে
cri
সম্প্রতি পেইচিং শহর ঘোষণা করেছে, ২০০৮ সালের অলিম্পিক গেমস আয়োজনের আগে পেইচিংএর রেল পরিবহণ লাইন বতর্মানের চারটি থেকে সাততে বাড়বে। চলাচলের দৈর্ঘ্য বতর্মানের ১১৪ কিলোমিটার থেকে প্রায় ২ শো কিলোমিটার বাড়বে।পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্যে পেইচিং শহরে আরেকটি নতুন পাতাল রেল চালু হবে। আগামী বছর এই লাইনের পরীক্ষামূলক চলাচল বাস্তবায়িত হবে। এই পাতাল রেল পেইচিং শহরের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বিস্তৃত হবে।
উল্লেখ্য ২০০৪ সালের শেষ দিকে এই পাতাল রেল নিমার্ন কাজ শুরু হয়। ২০০৮ সালের জুন মাসে এই পাতাল রেল সম্পূর্ণভাবে চালু হবে।
|
|
|