|
শ্যারণের অবস্থার আরও অবনতি
cri
|
১১ ফেব্রুয়ারী জেরুজালেমের হাদাসাহ হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, এই হাসপাতালে চিকিত্সাধিন ইজরাইলের প্রধান মন্ত্রী শ্যারনের অবস্থারআরও অবনতি ঘটেছে। যে কোন সময় তাঁর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে। ১১ ফেব্রুয়ারী পাকস্থলীতে সিটি স্কানকরার সময় দেখা গেছে, শ্যারনের পরিপাক প্রণালী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষার পর হাসপাতাল অবিলম্বে শ্যারনের অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছে।এই মুখপাত্র আরও বলেছেন, ১ ফেব্রুয়ারী থেকে হাসপাতাল একটি নলের সাহায্যে শ্যারণকে খাওয়ানোর ব্যবস্থা নিয়েছে।
|
|