১০ ফেব্রুয়ারী একটি ভাষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক লি জোং উক বার্ড ফ্লুর নিবারণ আর নিয়ন্ত্রণের কাজ জোরদার করার জন্যে সারা বিশ্বের উদ্দেশ্যে অবিলম্বে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন। নাইজেরিয়ায় আফ্রিকার প্রথম এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেওয়ার পর তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, যদি এ ধরনের ভাইরাস অন্য রুপে পরিবর্তিত হয় তাহলে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। যদি শুরুতেই সনাক্ত না হয় তাহলে বিশ্বব্যাপী মহামারী হতে পারে।
আরেকটি খবরে বলা হয়েছে, বতর্মানে সারা বিশ্বে বার্ড ফ্লুর পরিস্থিতি খুব একটা ভাল নয়। ১০ ফেব্রুয়ারী আজারবাইজান ঘোষণা করেছে, এ দেশের উপকূলীয় এলাকার পালিত হাঁসগুলোর মধ্যে এইচ৫ এন১ বার্ড ফ্লু ভাইরাস সনাক্ত হয়েছে। কিন্তু কোন মানুষ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। একই দিন বলগেরিয়াও ঘোষণা করেছে, এর আগে একটি মৃত রাজহাঁস এইচ ৫ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে।অন্য দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে যে, সাম্প্রতিক দিনগুলোতে ইরাকে ১৭জন সন্দেহভাজন বার্ড ফ্লু আক্রান্তব্যক্তির খবর প্রকাশিত হয়েছে।
|