সম্প্রতি চীনের সাংহাইএর একটি কোম্পানিএইডজ চিহ্নিত করার জন্যে রি-এজেন্ট আবিস্কার করেছে। এই রি-এজেন্ট দিয়ে আধা ঘন্টার মধ্যে এইডক রোগ ভাইরাস সনাক্ত করা যায়। এই রি-এজেন্ট ব্যাপক পরিমাণে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ইউরোপের আংশিক অঞ্চলে রফতানি করা হবে।
সাংহাইএর 'ওয়েন হুয়ে পত্রিকার' একটি খবরে বলা হয়েছে, সাংহাইএর তৈরী এই রি-এজেন্ট সহজেই ব্যবহার করা যায়। মাত্র একটি ফোটা রক্তের সঙ্গে অল্প পরিমাণ ঔষুধ মিশিয়ে আধা ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায়।
জাতি সংঘের পরিসংখ্যাণের উপাত্তে দেখা গেছে বতর্মানে সারা পৃথিবীতে ৪ কোটি এইডজ ভাইরাসবাহী আছে। সহজ আর কার্যকর সনাক্তকরণ পদ্ধতির অভাবে ৯০ শতাংশ এইডজ ভাইরাসবাহী নিজেদের অবস্থা জানেননা।সুতরাং এ সব ব্যক্তি এইডজ ভাইরাস বহনের উত্স হতে পারে। এইডজ চিহ্নিত করার জন্যে এই রি-এজেন্ট সুবিধাজনক পদ্ধতির অভাবে পূরণ করেছে।
|